সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ১২,ডিসেম্বর :: নদীর চরে একটি মৎস্যজীবীর ট্রলার দাউ দাউ করে জ্বলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের অক্ষয় নগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কাকদ্বীপের অক্ষয় নগর এলাকায় কালনাগিনী নদীর চরে পড়ে থাকা এফবি দীপা নামে একটি ট্রলারে আগুন দেখতে পায় স্থানীয়রা। এলাকাবাসীরা তড়িঘড়ি আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছালে মুহূর্তের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায় ।
চোখের নিমেষে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই মৎস্যজীবী ট্রলারটি। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। কিভাবে আগুন লাগল সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে পুলিশ।