কাকদ্বীপে মৃত মৎস্যজীবীর পরিবারদের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলেন পরিবারদের আর্থিক সাহায্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ৪,অক্টোবর :: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত্যু হয় কাকদ্বীপের নয় জন মৎস্যজীবীর। বৃহস্পতি বার বিকেলবেলা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকদ্বীপের মৃত ৯ জন মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দিতে আসেন।

মৃত মৎস্যজীবীর স্বজনদের হাতে সাহায্য তুলে দিতে এসে বাক বিতণ্ডায় জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন স্থানীয় এক যুবক শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, এতদিন পরে রাজনীতি করতে এসেছেন। তখনই কার্যত ক্রূদ্ধ হয়ে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু। পাল্টা তাঁকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেন, আগে গ্রামে নলকূপ বসান।

পানীয় জলের সঙ্কট আছে। আমি রাজনীতি করতে আসিনি। পতাকা ছেড়ে এসেছি। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে দেখতে প্রচুর পরিমাণে মানুষ ভিড় করে। মানুষের অভাব অভিযোগ শোনেন। পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।

এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ট্রলার ডুবির ঘটনায় মৃত মৎস্যজীবীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। প্রতি পরিবার কিছু এক লক্ষ টাকার চেক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীর পরিবারের হাতে তুলে দেন এর পাশাপাশি মৃত মৎস্যজীবীদের বাচ্চাদের পড়াশোনা সমস্ত দায়িত্বভার তিনি নিজে কাঁধে তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =