কাকদ্বীপে রেশনে ব্যাপক দুর্নীতির অভিযোগে শো কজ করা হলো ডিস্ট্রিবিউটরকে

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ   :: শনিবার ৯,ডিসেম্বর ::   দিনের পর দিন রেশনের ব্যাপক দুর্নীতি করে ফুলে ফেঁপে উঠেছিল ব্যবসা। খাদ্য দপ্তরের পক্ষ থেকে গোডাউনে হানা দেওয়ার পর থেকে দুর্নীতির অভিযোগ সামনে চলে আসে।রেশনের ১৫ হাজার কুইন্ট্যাল চাল পাচারের অভিযোগ উঠল কাকদ্বীপের এক রেশন ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে। জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে জেলা খাদ্য দপ্তর।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। জেলাশাসকের নির্দেশে ইতিমধ্যেই অভিযুক্ত রেশন ডিস্ট্রিবিউটরকে শো-কজ করা হয়েছে। অভিযুক্ত ওই রেশন ডিস্ট্রিবিউটার এর নাম অমিত কুমার ভগত। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত।খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২ তারিখ কাকদ্বীপে রেশন দোকানগুলি পরিদর্শনে আসেন খাদ্য দফতরের আধিকারিকেরা।
অভিযোগ, কয়েকজন ডিলারের থেকে তাঁরা জানতে পারেন, এলাকার ডিস্ট্রিবিউটর অর্ধেকের বেশি দোকানে রেশন সামগ্রী সময় মতো পৌঁছে দেন না। ফলে সঠিক সময়ে গ্রাহকেরারেশন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।
বিষয়টি শোনার পরে দফতরের আধিকারিকেরা ডিস্ট্রিবিউটরের গোডাউনে পৌঁছে যান। সে সময়ে বেশ কিছু গরমিল ধরা পড়ে বলে বলে প্রশাসন সূত্রের খবর। দেখা যায়, ওই ডিস্ট্রিবিউটরের গোডাউনে ৪ লক্ষ ২০ হাজার কেজি চাল মজুত থাকার কথা, কিন্তু তা নেই।ডিস্ট্রিবিউটরের কাছে আধিকারিকেরা জানতে চান, কেন চাল গোডাউনে মজুত নেই। উত্তরে অমিত জানান, অন্য গোডাউনে মাল আছে, তা ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হবে।
অভিযুক্ত এই ডিস্ট্রিবিউটার মূলত কাকদ্বীপ ও নামখানা ব্লকের বিভিন্ন রেশন ডিলারদের রেশনের খাদ্য সামগ্রিক সরবরাহ করত। নামখানা ও কাকদ্বীপ ব্লকের সাধারণ মানুষের কথা মাথায় রেখে ইতিমধ্যেই অন্য ডিস্ট্রিবিউটরের হাতে এই দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম শাস্তির পদক্ষেপ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =