সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ২১,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালিনগর এলাকায় দাদার হাতে খুন হল ভাই সম্পত্তি জেরে এই ফোন বলে অভিযোগ মৃতের পরিবারের মৃতের নাম মোহনলাল দাস, আত্মসমর্পণকারী দাদা হলেন মতিলাল দাস। পারিবারিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার গন্ডগোল শুরু হয়।
