কাকদ্বীপ ব্লকের দক্ষিণ কাশিয়াবাদ “বাতাকাটি জঙ্গলে” বাঘের আতঙ্ক,এলাকায় বিশাল পুলিশবাহিনী

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার দক্ষিণ কাশিয়াবাদের গোবদিয়া নদীর তীরে বাতাকাটি জঙ্গলে বাঘের আতঙ্ক ছড়ালো।ঢোলাহাট থানার আই.সির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায়।বাঘের খোঁজে জঙ্গলে চলছে তল্লাশি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে কবিতা বর এবং অন্যান্য কয়েকজন মহিলা সকালে নদীতে কাঁকড়া ধরতে যায় কাঁকড়া ধরার শেষে কবিতা বর যখন জঙ্গলের ভেতর দিয়ে উপরে উঠছে তখন তার চোখের সামনে পড়ে বিশালাকৃতির এই জন্তুটি।কবিতা ধরের কথায় জন্তুটি বাঘ ছিল। সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে নদীর চড়ায় পড়ে যায়। তার চিৎকারে দূরে থাকা অন্যান্য মহিলারা দৌড়ে আসে।

কবিতা বরকে অজ্ঞান অবস্থায় উপরে নিয়ে আসে। স্থানীয় চিকিৎসক দিয়ে চিকিৎসা শুরু হয়। জ্ঞান ফেরার পর ওই গৃহবধূ জানায় সে সামনে বাঘ দেখেছে। গৃহবধূর কথাটি অগ্নি স্ফুলিঙ্গের মত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে এলাকার মানুষজন লাঠি-বললাম, চৌকি, রড নিয়ে চিৎকার করতে করতে বেরিয়ে পড়ে। খবর দেওয়া হয় বনদপ্তর এবং ঢোলাহাট থানায়।

ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে আই.সি নিজে পৌঁছান। জঙ্গলের তল্লাশি শুরু হয় এমনকি বোমাও ফাটানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো বাঘের পায়ের ছাপ বা কোন জন্তুর দেখতে পাওয়া যায়নি। কিছুক্ষণের জন্য তল্লাশি বন্ধ থাকলেও আবারও তল্লাশি শুরু হবে বলে খবর।

বাঘের খবর শুনে বেশ কিছু মানুষের একটাই প্রশ্ন এই এলাকায় বাঘ আসবে কি করে? বাঘের মতো দেখতে কোনো বড় জন্তু নয় তো? তবে ভালোভাবে তল্লাশির পর সেই প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − one =