সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি মা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দূর্বাচটি পঞ্চায়েতের কামদেব নগরের বাসিন্দা ঝুম্পা দাস জানা।
গত কাল প্রসব যন্ত্রণা শুরু হয় ওই প্রসূতির। তারপর কাকদ্বীপ হাসপাতালে আনার পথে রাস্তায় এক পুত্র সন্তানের জন্ম দেন ঝুম্পা।
হাসপাতালে ভর্তির পর আরও দুই কন্যা সন্তানের জন্ম দেন। তিন সন্তান ও মা সুস্থ আছেন। হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় জানান, নর্মাল ডেলিভারি হয়েছে ওই মায়ের। আগের এক পুত্র সন্তান আছে ওই মায়ের। প্রত্যেকেই সুস্থ আছে।
তবে দিনমজুর পরিবারের চিন্তা বেড়েছে। আগামী দিনে নবজাতকদের সুস্থভাবে মানুষ করাই এখন চ্যালেঞ্জ ওই দিনমজুর পরিবারের।