নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শিক্ষকের অভাবে রাজ্যের বহু বিদ্যালয় ধুঁকছে। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে জুনিয়র উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে। কিন্তু কাঁকসার জাটগড়িয়া এলাকায় ঘটা করে সর্বশিক্ষা মিশন জুনিয়ারর উচ্চ বিদ্যালয়ের ২০১৩-১৪ বছরে সূচনা করলেও কিছুদিন পরেই তালা পড়ে যায়।
কারণ একটাই শিক্ষকের সংকট। আজ সেই তালায় জং পড়েছে। শ্মশানের স্তব্ধতা স্কুল চত্বরে। এলাকার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে করা স্কুল পুরোটাই ব্যর্থতা অভিযোগ বিরোধীদের। এলাকার পড়ুয়াদের অনেক বাধা পেরিয়ে এখন যেতে হয় দূরের স্কুলে। বিশেষ করে ছাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হয়। এলাকাবাসীরা চাইছে নতুনভাবে সেজে উঠুক আবার এলাকারই জুনিয়ার উচ্চ বিদ্যালয়।
বিরোধীদের অভিযোগ, রাজ্যের প্রতিটি প্রান্তেই একই চিত্র পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এখন শিক্ষক সংকটে বন্ধের মুখে একাধিক জুনিয়ার উচ্চ বিদ্যালয়। নতুন করে কি আবার খুলবে স্কুল? আবার কি পড়ুয়াদের নিয়ে শুরু হবে পঠন পাঠন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।