নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৩১,অক্টোবর :: প্রেমের টানাপোড়েন শেষ পর্যন্ত নিয়ে এলো রক্তাক্ত পরিণতি। পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদের জেরে ভাইপোকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল কাকা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ভাজন্না গ্রামে।
মৃতের নাম মন্টু মন্ডল (৪৩)। অভিযুক্ত কাকা ভরত মন্ডলকে গ্রামবাসীরা হাতে-নাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে, ঘটনার পর থেকেই পলাতক ভরত মন্ডলের স্ত্রী গীতা মন্ডল।
মৃত মন্টু মন্ডলের স্ত্রী
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্টু মন্ডলের তিন মেয়ে ও এক ছেলে। মন্টুর এক মেয়ের সঙ্গে তার কাকা ভরত মন্ডলের ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কে তারা কাকা–ভাইজির সম্পর্কের। এই প্রেমের সম্পর্ক নিয়েই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।
প্রায় ছ’মাস আগে মন্টুর মেয়ে ও ভরতের ছেলে বাড়ি থেকে পালিয়ে যায়। কিছুদিন আগে মন্টুর মেয়ে বাড়ি ফিরে এলেও ভরতের ছেলে আর ফেরেনি। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে ফের বিবাদ শুরু হয়। সেই সময় রাগের বশে ভরত মন্ডল হাসুয়া হাতে মন্টুর উপর চড়াও হন এবং এলোপাথারি কোপ মারেন।
পেটে, বুকে ও গলায় একাধিক জায়গায় গভীর আঘাত লাগে মন্টুর। রক্তাক্ত অবস্থায় তিনি বাড়ির উঠোনে লুটিয়ে পড়েন। গ্রামবাসীরা তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

