নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: মঙ্গলবার ৮,অক্টোবর :: কৃষ্ণনগর সদর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজারোড এলাকার একটি আবাসনের বাসিন্দা ১৩ বছরের একটি বালক বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে নিজের হাতেই গড়ে তুলেছে একটি দুর্গা প্রতিমা। এর আগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসগুলি দিয়েই নানাবিধ জিনিস বানিয়ে তুলেছে এই বালক।
মাত্র ১৩ বছরের এই বালকের নাম সংলাপ নাথ। বালকের হাতে গড়া এই প্রতিমা তৈরি করা হয়েছে কাগজ,কাপড় ও বাতিল থার্মোকলের থালা দিয়ে। সময়ে লেগেছে প্রায় একমাস। সংলাপ কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে রাজা রোডের একটি আবাসনে থাকে। বর্তমানে সে কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন।
বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রতিমা তৈরি করার প্রসঙ্গে তার অঙ্কন শিক্ষক রাহুল কুন্ডু জানান,” ও খুবই প্রতিভাবান একজন শিল্পী মানুষ। সারা বছরই নানা রকম কাজ করে খুবই আনন্দ দেয় সকলকেই। আমি চাই ওর প্রতিভা আরো বিকশিত হোক।”