কাছারি রোডের যুবক সংঘের উদ্যোগে নিঃশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৫,মে :: শিলিগুড়ি কাছারি রোড যুবক সংঘের উদ্যোগে রবিবার একটি নিশুল্ক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় । এই শিবিরের সহযোগিতায় ছিল শিলিগুড়ি লায়েন্স নেত্রালয়।এদিনের এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি তথা সমাজসেবক মদন ভট্টাচার্য, সহ-সভাপতি পার্থ চক্রবর্তী, সম্পাদক সন্দীপ চাকি সহ অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =