নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৭,মে :: আজ ইংরেজবাজার বিধানসভার অন্তর্গত কাজীগ্রাম অঞ্চলে দুটি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া লিপিকা বর্মন ঘোষ ।
এছাড়াও উপস্থিত ছিলেন কাজিগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী সহ আরো অনেকে। প্রথম প্রকল্পটি হলো দিলালপুর কালী মন্দির থেকে সমীর ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা, যার জন্য বরাদ্দ হয়েছে ₹১৪,৬৬,৭৭৪ টাকা। দ্বিতীয় প্রকল্পটি অনুপের দোকান থেকে টিটিয়াপাড়া বাবুজ সংঘ ক্লাব পর্যন্ত রাস্তা, যার জন্য বরাদ্দ হয়েছে ₹১১,৭৯,৫৮৬ টাকা।
শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি জানান, “এই রাস্তা দুটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।” তিনি আরও বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।”
এছাড়াও, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ স্থানীয় বিজেপি বিধায়কের প্রতি কটাক্ষ করে বলেন, “যারা উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তারা আজ কোথায়? তৃণমূুল কংগ্রেস কাজ করে, প্রতিশ্রুতি নয়।” এই দুটি রাস্তার নির্মাণ সম্পন্ন হলে কাজীগ্রাম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সুফল বয়ে আনবে।