নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ২১,ডিসেম্বর :: দিল্লির ব্যক্তির সাথে সাইবার প্রতারণা। কাজী নজরুল ইসলাম বিমানবন্দর লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার জামতারা গ্যাং। ট্রানজিট রিমান্ডে নিয়ে গেল দিল্লি পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
দিল্লী পুলিশ সূত্রে জানা গেছে, জামতারার একটি গ্যাং লক্ষাধিক টাকার সাইবার প্রতারণা করেছিল। নিউ দিল্লির সাইবার থানায় অভিযোগ দায়ের হয ,তদন্তে নামে পুলিশ।
তদন্তের ভিত্তিতে মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়। তারপরেই দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন এলাকায় তাদের খোঁজ মেলে।
তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃত তিনজনের নাম রঞ্জিত কুমার মন্ডল, অজয় কুমার মন্ডল ও মেহেবুব আনসারী। তিনজনই ঝাড়খণ্ডের জামতারা এলাকার বাসিন্দা।
শনিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। তারপরেই দিল্লি পুলিশের সাইবার বিভাগ ধৃত তিনজনকে মিনি বাসে চাপিয়ে দুর্গাপুর রেল স্টেশনে নিয়ে যায়।

