নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: বুধবার ২,আগস্ট :: মাত্রারিক্ত কাজের চাপ বাড়িয়ে দেওয়ায় এবার আন্দোলনে নামলেন ভাটপাড়া রিলায়েন্স জুটমিলের শ্রমিকরা। কাজের চাপ বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে কর্মবিরতি পালনের ডাক দিয়েছেন ওই শ্রমিকরা।
এখানে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে শ্রমিক সংখ্যা পাঁচ হাজার। জানা গিয়েছে, মিল সাইডের শ্রমিকরা হরতাল শুরু করেছে। ফ্যাক্টরি সাইডের শ্রমিকরাও কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন।
মিলের তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক রামকরন চৌধুরী বলেন, কাজের চাপ বেড়ে যাওয়ায় শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছেন। শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা করা হবে।