কাজের টোপ দিয়ে এক বাংলাদেশী মহিলাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ভারতীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ২৭, ডিসেম্বর :: কাজের টোপ দিয়ে এক বাংলাদেশী মহিলাকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ ভারতীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে। ঘটনায় তদন্তে নেমে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। নদিয়ার ভীমপুর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, নদিয়ার মধুপুরের ১৬১ নম্বর ব্যাটেলিয়ান ২২ বছর বয়সী এক মহিলাকে প্রথমে আটক করে। মহিলার কাছ থেকে সমস্ত কিছু শোনার পর বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। মামলা রুজু হয় থানায়।ম্যাজিস্ট্রেটের গোপন জবানবন্দিতে বাংলাদেশি মহিলা স্বীকার করে নেন, তাকে জোরপূর্বক কাজের টোপ দিয়ে প্রথমে তাকে ভারতে নিয়ে আসা হয়। এরপর নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেলে বিক্রি করে দেওয়া হয়, পরবর্তীতে জোরপূর্বক তাকে দেহ ব্যবসায় নামিয়ে দেয়, শুরু হয় মানসিক এবং শারীরিক অত্যাচার,

মহিলার অভিযোগ তার টাকা পয়সা এবং মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়, প্রাণে বাঁচতে ওই মহিলা হোটেল থেকে পালিয়ে গিয়ে আবারো বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাকে ধরে ফেলে।

পরবর্তীতে মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে তদন্তে নামে পুলিশ, এরপর হোটেল মালিক বচ্চন ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

সম্প্রতি নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে একাধিক অপরাধমূলক কাজের সাথে যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে একদিকে যেমন পদক্ষেপ নিচ্ছে বিএসএফ, অন্যদিকে একই ভাবে পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ।

তবুও কমছে না অপরাধমূলক কাজ। এবার বাংলাদেশী মহিলাকে দেহ ব্যবসা থেকে বাঁচালো পুলিশ ও বিএসএফ। যা সমাজের এক অন্যতম দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =