নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ৩১,জুলাই :: কাজের দাবিতে পানাগর শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটের সামনে বিক্ষোভে নামলো স্থানীয় শ্রমিকরা। সকাল থেকে কারখানার গেটে কোন আধিকারিককে প্রবেশ করতে দেওয়া হয়নি।
আধিকারিকরা কারখানার ভেতর প্রবেশ করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি তারা সকলেই স্থানীয় বাসিন্দা। কারখানা শুরুর আগে থেকে তারা ওই কারখানায় কাজ করতেন। কারখানা যতই নির্মাণ হয় ততই একের পর এক শ্রমিক ছাটাই শুরু করে কারখানা কর্তৃপক্ষ।
স্থানীয়দের কাজের দাবিতে তারা এর আগে কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে তারা আজ সকাল থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ শুরু করেছেন।তাদের দাবি তারা অধিকাংশ মানুষ আদিবাসী সম্প্রদায়ের।স্থানীয়দের কোনভাবেই বঞ্চিত করা যাবে না।
দ্রুত সমস্যা সমাধান না হলে আগামী দিনে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। কারখানার গেটের সামনে উত্তেজনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। এদিন শ্রমিকদের আন্দোলনে সামিল হয় দিসম আদিবাসী গাঁওতার সদস্যরা।