সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ১২,এপ্রিল :: কাজের নাম করে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে শরীর থেকে কিডনি বার করে নেওয়ার অভিযোগ। আর এতেই ব্যাপক চাঞ্চল্য বারুইপুরে। ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর শুক্রবার দুপুরে বারুইপুর বিডিও অফিসের সামনে দুই ব্যক্তির মধ্যে গন্ডগোল শুরু হয় । একে অপরকে মারধরের ঘটনায় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় । ধৃতদের মধ্যে শামসুদ্দিন লস্কর বারুইপুর থানার হিমচির বাসিন্দা ।
ভিকটিম শামসুদ্দিন লস্কর বারুইপুর থানার হিমচির বাসিন্দা ।
গত তিন মাস আগে তাকে বেসরকারি হাসপাতালে কাজ দেওয়ার নাম করে তাকে নিয়ে যায় উত্তরপ্রদেশে। সেখানে একটি হোটেলে আটকে রেখে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয় । জোর করে কিডনি দিতে বাধ্য করা হয়। অভিযোগ উত্তরপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার কিডনি নিয়ে নেওয়া হয়।
আরো অভিযোগ এই কিডনি দেওয়ার জন্য তাকে ৭ লক্ষ টাকা দেওয়ার কথা হয় । কিন্তু মাত্র দুলক্ষ টাকা তার একাউন্টে পাঠায় অভিযুক্তরা । এই ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত হুগলীর বাসিন্দা শুভ ভট্টাচার্য এদিন বারইপুর বিডিও অফিসে এসেছিল । সেখানেই তাকে ধরে ফেলে শামসুদ্দিন লস্করের পরিবারের লোকজন।
স্থানীয় মানুষজন গন্ডগোল হচ্ছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকেই আটক করে থানায় নিয়ে যায় । এই ঘটনার পিছনে কিডনি পাচার চক্রের যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। তাই ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে কোমর বেঁধে নেমেছে পুলিশ ।