নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চিত্তরঞ্জন :: কাজ থেকে ব্যারাকে ফেরার পথে পুলিশের গাড়ির সঙ্গে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল আরপিএফ হেড কনস্টেবল বিশ্বজিৎ দাসের(৫২)। জানা যায় কাজ সেরে স্কুটিতে করে বিশ্বজিৎ বাবু নিজের ব্যারাকে ফিরছিলেন সেই সময় চিত্তরঞ্জনের এ্যথলেটিক ক্লাবের সামনে গোল্ড মোহর রাস্তার চৌমাথায় চিত্তরঞ্জন থানার ইনচার্জ রাজু স্বর্ণকারের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ।সেই সময় গাড়িতে বসে ছিলেন থানার ইনচার্জ রাজু স্বর্ণকার।বিশ্বজিৎ বাবু গুরুতর আঘাত পায় মাথায়।রক্তাত্ব অবস্থায় কেজি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত শুরু করছে পুলিশ।জানা গেছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জি.এম অফিস সংলগ্ন আরপিএফ টাউন পোস্টে হেড কনস্টেবল পদে কর্মরত ছিলেন বিশ্বজিৎ দাস।তার বাড়ি শ্যামনগরে।ঘটনার খবর দেওয়া হয় মৃত বিশ্বজিৎ বাবুর পরিবারকে।দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে যান আর.পি.এফ সিনিয়র সিকিউরিটি কমিশনার এস.কে সিং রাঠোর, আসিস্টান্ট সিকিউরিটি কমিশনার কৃষ্ণেন্দু চৌধুরী, এসিপি কুলটি সুকান্ত ব্যানার্জি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মন্ডল,তাছাড়া ঘটনার সময় থেকে চিত্তরঞ্জন আইসি রাজু স্বর্ণকার ঘটনাস্থলে রয়েছেন।