নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৩,অক্টোবর :: কাজ চলে যাওয়ায় মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার নেপাল সাহা লেনে। সঞ্জীব মাইতি নামে বছর ৪২ এর ওই ব্যক্তিকে ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পাশের ঘরে ঘুমিয়ে ছিল তার ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ব্যক্তি একটি বেসরকারি সংস্থার অধীনে পার্কিংয়ের কাজ করত।
দুর্গা পুজোর আগে সঞ্জীবের কাজ চলে যায়। এই নিয়ে সে গত কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন। সেই থেকে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘর থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি।