নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: ১৬ই,এপ্রিল :: কাজ ছেড়ে দেওয়ায় কর্মীকে চুরির অপবাদ দিয়ে ব্যাপক মারধর এবং চুল কেটে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির কাঁকসার মুচিপাড়ার প্রভাবশালী হোটেল মালিক হিরন্ময় দাস ও তার ছেলের বিরুদ্ধে। প্রায় দেড় বছর ধরে মুচিপাড়ার হোটেলে মার্কেটিং এর কাজ করতেন দুর্গাপুরের এক যুবক।
ভালো সুযোগ আসাতেই সিটি সেন্টারের একটি হোটেলে কাজে যোগ দেয় সে। সেটাই ছিল তার অপরাধ। শুক্রবার রাতে ওই কর্মীকে আই কার্ড ফেরত দেওয়ার জন্য ডেকে পাঠায় ঐ হোটেল মালিক। পরিবারকে নিয়ে ওই কর্মী পৌঁছোয় ঐ হোটেলে। অভিযোগ এরপরই ঐ হোটেল মালিক ও তার ছেলে ওই কর্মীকে ব্যাপক মারধর করে।
পাশাপাশি পরিবারের সকলকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসার মলানদীঘি ফাঁড়ির পুলিশ। থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয় ঐ হোটেল মালিক ও তার ছেলের নামে। অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি হোটেল মালিকের। হোটেল মালিক হিরন্ময় দাস দাবি করেন চুরির কথা জানতে পেয়ে বাইরের লোকজন মারধর করছিল তখন তিনিই উদ্ধার করেন।