কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: হরিশ্চন্দ্রপুর :: সোমবার ২৫,সেপ্টেম্বর :: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে রীতিমতো দেশের হিরো হয়ে উঠেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা কোরিয়ালি গ্রামের ঝাঙ্গরপাড়ার মুরসালিম। সম্বর্ধনার বহর তাকে ঘিরে যেন থামতেই চাইছে না।
আজ নর্থ ফন্ট ইয়ার রেলওয়ের কাঠিহার ডিভিশনের পক্ষ থেকে মুরসালিমের কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সেদিন উপস্থিত ছিলেন কাঠিয়ার ডিভিশনের মুখ্য রেলওয়ে প্রবন্ধক সুরেন্দ্র কুমার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুসহ অন্যান্য রেলওয়ে আধিকারিকরা।
এ দিন রেলের পক্ষ থেকে আর্থিক পুরস্কার সহ তাকে মানপত্র তুলে দেওয়া হয়। আগামী দিনে তার পরিবারের জন্য রেল স্থায়ী কাজের প্রতিশ্রুতী ও প্রদান করেন।
পাশাপাশি এদিন করিয়ালি ঝাঙ্গর পাড়ার বাসিন্দারা গ্রামের পক্ষ থেকেও মুরসলিমকে সম্বর্ধনা প্রদান করেন। এদিন সংবর্ধনা দিতে গিয়ে সুরেন্দ্র কুমার জানান আমরা রেলের তরফ থেকে সামান্য কিছু আর্থিক অনুদান এবং তাকে মানপত্র প্রদান করলাম। আগামী দিনে ওর জন্য কিছু করার পরিকল্পনা করেছি ।
সংসদ খগেন মুর্মু জানান ছেলেটি খুব সাহসিকতার কাজ করেছে। ওর জন্য আমরা নিশ্চয়ই কিছু ভাববো। আগামী দিনে ওর যাতে পড়ালেখার কোন সমস্যা না হয় সে বিষয়টি আমি দেখব।