নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৯,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত সিঙ্গি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিম্ন মানের মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন মন্ডলের বিরুদ্ধে।
এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় ছাত্র ছাত্রী ও অবিভাবকদের মধ্যে । তাদের অভিযোগ নিম্ন মানের মিড ডে মিলের খাবার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশন করা হয় । পাশাপাশি বিদ্যালয়ের চারিপাশ অপরিস্কার হয়ে রয়েছে। এই বিষয় নিয়ে এলাকার বাসিন্দারা প্রধান শিক্ষক বৃন্দাবন মন্ডলের বাড়ির সামনে বিক্ষোভও দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তারা ।