কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গিগ্ৰাম পঞ্চায়েতের গৌড়ডাঙ্গ-ঘুমুরিয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে‌।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শুক্রবার ২৫,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের সিঙ্গিগ্ৰাম পঞ্চায়েতের গৌড়ডাঙ্গ-ঘুমুরিয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে‌। এলাকাবাসীদের যাতায়াত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। রাস্তা এখন খানাখন্দে ভরে উঠছে। বৃষ্টি পড়লে পুকুরের আকার নেয়।

সেই জল শুকালে কাদা হয়ে‌ যায়। যানবাহন চলাচলে করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এলাকাবাসীরা জানান রাস্তার খারাপের কথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জীকে জানানো হয়েছে।

গৌড়ডাঙ্গ-ঘুমুরিয়ার রাস্তাটি জেলা পরিষদের আন্ডারে। সিঙ্গি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ সেখ আনোয়ার‌ হোসেন জানান,খুব শিগগিরই খারাপ রাস্তা সংস্কারের কাজ শুরু হবে।

রাস্তার ধারে হাইড্রেন তৈরি করা হবে। আগামীতে এলাকাবাসীরা ভালো রাস্তা পেতে চলেছে। নতুন রাস্তায় যানবাহন চলাচলে সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + two =