নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: সোমবার কান্দি বিশ্রামতলা এলাকায় নির্বাচনী প্রচারে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরী কান্দিতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে এক সুলে বিধলেন।
অধীর রঞ্জন চৌধুরী তার বক্তৃতার মাধ্যমে বলেন কান্দিতে যা উন্নয়ন করা হয়েছে সবই কংগ্রেস জামানায় করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে কোন উন্নয়ন করা হয়নি ।
পাশাপাশি এদিন তিনি তার বক্তৃতার মাধ্যমে আরো বলেন একাধিক কংগ্রেস কর্মীদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং টাকার লোভ দেখানো হচ্ছে । এদিনের এই নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে
অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন তৃনমুল এখন বর্তমানে নৈরাজ্য চালাচ্ছে আর যার বলি বিরোধীরা। সব মিলিয়ে অধীর রঞ্জন চৌধুরীর সোমবারের নির্বাচনী প্রচার একপ্রকার সফল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।