নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার কান্দি জেমো ইন্দ্রতলা থেকে কান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত নির্বাচনী প্রচার হিসেবে পদযাত্রা করলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা। এদিন বিজেপি নেতা রাহুল সিনহা কান্দি শহরের রাজপথে পদযাত্রা করেন এবং আপামর কান্দিবাসির কাছে সচ্ছ ও দুর্নীতির মুক্ত পৌরসভার গড়ার লক্ষে ভোট ভিক্ষা করলেন।
সোমবারের বিজেপির এই পদযাত্রায় বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সম্পাদিকা ফাল্গুনী পাত্র দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি শাখারভ সরকার, কান্দি শহর বিজেপি মন্ডল সভানেত্রী বিনীত রায় সহ স্থানীয় একাধিক বিজেপি কর্মী সমর্থক।