নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন কান্দি মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে এসে। এদিন কান্দি শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন আইএনটিটিইউসি মুর্শিদাবাদ জেলা সভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম সরকার ও কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ সুন্দর ত্রিবেদী।
মঙ্গলবার কান্দি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসমত শেখ, কান্দি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌরী সিনহা বিশ্বাস, কান্দি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহেলি দাস মিশ্র, এবং কান্দি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুমকুম চক্রবর্তী ও অন্যানরা তাদের মনোনয়নপত্র কান্দি মহকুমা শাসকের দপ্তরে জমা দিলেন।
কান্দিতে তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র জমা দেওয়া কে কেন্দ্র করে কড়া পুলিশী নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল মুর্শিদাবাদের গোটা কান্দি মহকুমা শাসকের দপ্তর।