নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি মোহনবাগান ময়দানে কান্দি মহকুমা প্রশাসনের উদ্যোগে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হল। পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এবং ট্যাবলেট প্রদর্শনীর মাধ্যমে যথাযথ মর্যাদার সঙ্গে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো ।
কান্দি মোহনবাগান ময়দানে কান্দি মহকুমা শাসক নবীনচন্দ্র কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার নেতৃত্বে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হল। তবে করোনা অতিমারির জেরে এবছর প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ছিল ভাটার টান।কোনরকমে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে করনা বিধি মেনে পালন করা হলো ।