নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::মুর্শিদাবাদ :: কান্দি পৌরসভার ১২ এবং ১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সোমবার কান্দি মহকুমা শাসকের দপ্তরে। এদিন কান্দি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর শান্তনা রায় ।
১৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শান্তনা রায়ের স্বামী তথা এলাকার প্রাক্তন নির্দল কাউন্সিলর দেবজ্যোতি রায়। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কান্দি মহকুমা শাসকের দপ্তরে কান্দি মহকুমা আধিকারিক সাগর রানার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল।