নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার বিজেপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন কান্দি শহর মন্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায়ের নেতৃত্বে। এদিন কান্দি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রতীন সিনহা, কান্দি পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কার্তিক দাস, কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিনীতা রায়।
কান্দি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চন্দনা সূত্রধর দাস, কান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রাকেশ ঘোষ এবং কান্দি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মদন মোহন দাস কান্দি মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন।
মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্দি শহর মন্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় জানান তৃণমূলের নৈরাজ্য এবং দুর্নীতি কে সামনে রেখে নির্বাচনী প্রচারে নামবে তারা পাশাপাশি জেতার ব্যাপারে মানুষের কথাই শেষ কথা।