নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় এর কোভিদ ভ্যাকসিন শিবির পরিদর্শনে এলেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদকুমার দ্বিবেদী। কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় প্রায় ৫০০ জন ১৫ থেকে ১৮বছর বয়সী পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হলো। কান্দি পৌরসভার তত্ত্বাবধানে কান্দি রাজা মনীন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় মডেল ভ্যাকসিনেশনের সেন্টার মটু পাতলু দর্শন করতে আসেন মুর্শিদাবাদ জেলা শাসক শরদকুমার দ্বিবেদী ।
কান্দি মহকুমা শাসক নবীনকুমার চন্দ্রা, কান্দি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন মন্ডল, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবাশীষ চ্যাটার্জী, কান্দি পৌরসভার পৌর প্রশাসক দেবল দাস, কান্দি মহাকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।