নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজে এনএসএস গ্রুপের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো শনিবারের কান্দি রাজ কলেজ প্রাঙ্গণে। এদিনের এই রক্তদান শিবিরে কলেজের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি কলেজের অধ্যক্ষা সোমা দত্ত রক্ত দান করলেন।
প্রায় ৫০ জন রক্তদাতাদের সহযোগিতায় কান্দি রাজ কলেজে এনএসএস গ্রুপের স্বেচ্ছায় রক্তদান শিবির সুসম্পন্ন হল শনিবার দিন।
এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কলেজের অধ্যক্ষা সোমা দত্ত, কলেজের ছাত্র-ছাত্রী এবং একাধিক শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।