নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: কান্দি পৌরসভার ১৮ ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ড ছড়া ১৬ টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে। কান্দি শহরের বিভিন্ন এলাকায় সবুজ আবিরে আবির খেলছেন তৃণমূল কর্মী সমর্থকরা পাশাপাশি কান্দি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কোথাও ডিজে বক্স বাজিয়ে কোথাও আবার তাশা বাজিয়ে আনন্দে মাতোয়ারা হচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা।কান্দি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ায় এবার কান্দি পৌরসভা দখল তৃণমূলের কাছে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কান্দি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী গুরুপ্রসাদ মুখার্জী ও ১৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ঋতুপর্ণা দাস ছাড়া কান্দি পৌরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৪ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবার পর মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসবে মাতোয়ারা কান্দির সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।