নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদ জেলার কান্দি শহর জুড়ে স্বামী বিবেকানন্দর জন্মদিন উদযাপন করা হল বুধবার। এদিন কান্দি পৌর যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি কান্দি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোহালিয়া বাইপাস মোড় সংলগ্ন এলাকায় ৩০ জন রক্তদাতাদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।
দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয় । অন্যদিকে কান্দি পৌরসভার পক্ষ থেকে চড়ক পুকুর সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামী বিবেকানন্দের অবয়ব মূর্তিতে মাল্যদান করা হয় । বীরেন্দ্র চন্দ্র কলেজে স্বামী বিবেকানন্দর জন্মদিন যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে কলেজ কর্তৃপক্ষ। সবমিলিয়ে কান্দি শহর জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন মহাসমারোহে স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে পালন করা হয়েছে বুধবার বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে।