নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগরদিঘী :: মঙ্গলবার ১৮,জুন :: সাগরদিঘীতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠলেও সাগরদিঘির কাবিলপুরের মানুষজন কেন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, উড়ছে প্রশ্ন একাধিকবার ইলেকট্রিক দপ্তরে জানিয়েও কোন সবুজ সংকেত মেলেনি।
এর আগেও পথ অবরোধ বিক্ষোভ হয়েছে, আশ্বাস দিয়েছিল প্রশাসন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। তাই ফের উত্তপ্ত হয়ে উঠল সাগরদিঘির কাবিলপুর, ঘন ঘন লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাটে হাঁসফাঁস করছে কাবিলপুরের মানুষজন।
কবে বিদ্যুৎ পরিষেবা সঠিক পাবে সাগরদিঘির কাবিলপুরের মানুষ । কাবিলপুর শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকলেও দীর্ঘদিন থেকে বেহাল পরিষেবা বিদ্যুৎ এবং রাস্তাঘাটের,।মঙ্গলবার ফের বিদ্যুতের দাবি নিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কাবিলপুরের স্থানীয় বাসিন্দারা।
কাবিলপুরের দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট এজন্য একাধিকবার জানানো হয়েছে সাংসদ থেকে শুরু করে স্থানীয় জন প্রতিনিধিদের, আশ্বাসও দিয়েছিলেন তারা , এখনো পর্যন্ত একই অবস্থা রাস্তা ঘাটের ।