নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: সোমবার ৭, জুলাই :: রবিবার দুপুরে KSDC এর পক্ষ থেকে ব্লক সন্মেলন অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। ব্লক সন্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক দেবেন্দ্র নাথ রায়, কোচবিহার জেলা কমিটির সভাপতি ভবেশ চন্দ্র বর্মন।
কেন্দ্রীয় কোর কমিটি পাবলিসিটি সম্পাদক বাদল হিশারিয়া এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুরেশ অধিকারী সহ অন্যান্যরা। সংগঠন সূত্রে খবর, KLO অধ্যক্ষ আইকন লিডার কামতারত্ন জীবন সিংহ এবং KLO (KN) অধ্যক্ষ ডি এল কোচ এর সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা হয়েছে।
শান্তি চুক্তির বেশ কয়েকটি দাবি মান্যতা দিয়েছে সরকার বলে দাবি সংগঠনের। শুধু শান্তি চুক্তির এগ্রিমেন্ট এখনও পর্যন্ত হয়নি বলে অভিযোগ। তাই দ্রুত শান্তি চুক্তির এগ্রিমেন্ট করার দাবিতে গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নেমেছে KSDC ।
মূলত সংগঠনের কামতাপুর রাজ্য,শান্তি চুক্তি এগ্রিমেন্ট, কামতাপুরি ভাষার সাংবিধানিক স্বীকৃতি , কোচ রাজবংশীর জনজাতি করনের দাবিতে সংগঠন ঢেলে সাজিয়ে আন্দোলন করছে KSDC বলে দাবি।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক দেবেন্দ্র নাথ রায় জানান, KSDC এর পক্ষ থেকে আগামী ২১ শে জুলাই আসাম গৌহাটির দিশপুর এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশের মধ্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে স্মারকলিপি প্রদান করা হবে।