কামদুনিতে বিজেপি মহিলা মোর্চার মিছিলের নেতৃত্বে শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কামদুনি :: বুধবার ১১,অক্টোবর :: কামদুনি মামলার রায়ের প্রেক্ষিতে বিজেপি মহিলা মোর্চার মিছিল মঙ্গলবার,আর সেই মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কামদুনির মিছিলে বিশেষ ভূমিকা দেখা য়ায় বিজেপির মহিলা মোর্চার সদস্যদের। দোষীদের চরম শাস্তির দাবি জানান তাঁরা।

কামদুনির মিছিলে শুভেন্দু অধিকারী বলেন, সিআইডি-ই খালাস করিয়েছে। ১০ বছরে ১৫ বার আইনজীবী বদলে রাজ্য সরকারই খালাস করার ব্যবস্থা করে দিয়েছে। ধর্ষকদের বাড়িতে পুলিশ, আর যাঁরা নিরাপত্তা চেয়েছে তাঁরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ওরা যা চাইবে আমরা সবরকম সাহায্য করব।

শুভেন্দু অধিকারী আরও বলেন, আমরা এই ঘটনায় বিচার ব্যবস্থাকে কোনো রকম দায়ী করতে চাই না। সর্বোচ্চ বিচার ব্যবস্তার প্রতি আমাদের সম্মান রয়েছে। কিন্তু সিআইডি যে ভাবে এই কেসটাকে দুর্বল করেছে, গত ১০ বছরে প্রায়১৫ বার পিপি (সরকারী আইনজজীবী) পরিবর্তন করে কেসটাকে খতম করেছে, এই ধর্ষকদের রক্ষক হল মমতা বন্দ্যোপাধ্যায়। এই কামদুনির ঘটনাকে ছোট ঘটনা বলেছিলেন মুখ্যমন্ত্রী, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =