নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ০১,জানুয়ারি :: দিল্লি গেলেন কামদুনি টিমের পাঁচজন।হাওড়া স্টেশন থেকে শনিবার রাতে দিল্লীর উদ্দ্যেশ্যে রওনা দেন মৌসুমী কয়াল,প্রদীপ মুখোপাধ্যায়,নির্যাতিতার মা ও দুই ভাই।হাওড়া স্টেশনে তারা জানান কামদুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছেন।
প্রশাসন বিচারে সহযোগীতা না করায় অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেছে।তাই তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুবিচারের আশায়।তারা আশাবাদী সেখানে সুবিচার পাবেন।যতদিন না সুবিচার পাবেন ততদিন তাদের লড়াই চলবে। মৌসুমী কয়াল গেলেও বিশেষ কাজের জন্য টুম্পা কয়াল যেতে পারেননি।তবে তিনি হাওড়া স্টেশনে আসেন।