নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বুধবার ২৪,ডিসেম্বর :: জামুড়িয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ধানসাল মোড় এলাকায় অবস্থিত একটি বেসরকারি কারখানা জেবি এনার্জি-তে মঙ্গলবার সকাল প্রায় ১০টা নাগাদ নির্মাণ কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই শ্রমিক গুরুতর আহত হন।
তাদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কারখানার একটি অংশে গত কয়েকদিন ধরে পাঁচজন শ্রমিক আজবেস্টার বসানোর কাজ করছিলেন।
তাঁরা কারখানার স্থায়ী কর্মী নন, বাইরে থেকে চুক্তিভিত্তিকভাবে এই কাজ করতে এসেছিলেন।কাজ চলাকালীন হঠাৎ আজবেস্টার ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আহত দুই শ্রমিককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁদের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
মৃতদের পরিচয় ফাহিম আনসারি (৩৬) ও আসিফ ইকবাল (৪২) হিসেবে জানা গেছে। দু’জনেই আসানসোল পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুলটি এলাকার বাসিন্দা।
ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় কারখানা চত্বরে ক্ষতিপূরণ দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। শ্রমিক সংগঠন ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হলেও কোনও সমাধান সূত্র বেরোয়নি।

