নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ১৪,জানুয়ারি :: দুর্গাপুরের বামুনারা শিল্প তালুকে একটি বেসরকারি কারখানার গেট অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি।
অভিযোগ, বিজেপি করার কারণেই কর্মী রবীন্দ্রনাথ ঘোষকে কাজ থেকে বসানো হয়েছে। তিনি বিজেপির বুথ সভাপতি বলে দাবি।
বিজেপির দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই ছাঁটাই করা হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে জানায়, কাজ না থাকায় ঠিকা শ্রমিক হিসেবে তাকে বসানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির যোগ নেই। বিক্ষোভ চলাকালীন এলাকায় উত্তেজনা ছড়ায়।

