নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার ১৫,ফেব্রুয়ারি :: -কারখানার দূষণ ধ্বংস করে ফেলছে গ্রামকে এই দাবি তুলেই জামুড়িয়ার ধাসনা গ্রামের বাসিন্দারা সামিল হল বিক্ষোভে। শুক্রবার তারা শ্যাম সেল কারখানার তিন নাম্বার গেটে কারখানার দূষিত ধোঁয়া নির্গত হওয়ার কারণে এলাকার মানুষজনেদের ওপর ব্যাপক প্রভাব পড়ছে
এলাকার প্রায় ছোট থেকে বড় সকলেই আক্রান্ত হচ্ছে নানান অসুখ-বিসুখে। বয়স্ক ব্যক্তি থেকে ছোট ছেলে কেউই রেহাই পাচ্ছে না এই দূষণের থেকে বলেই দাবি করে, জানায় বারংবার এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় তারা আবার বিক্ষোভে সামিল হলেন।
এদিন এই বিক্ষোভ চলাকালীন কারখানা কর্তৃপক্ষ, শ্যাম সেল এন্ড পাওয়ার লিমিটেড এর বোর্ড অফ ডাইরেক্টর এর সঙ্গে ভিডিও কলে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দেন। এর পরেই ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে।
তবে তারপরও প্রায় দু’ঘণ্টা ধরে কারখানার গেটের বাইরে উত্তেজনাময় পরিস্থিতি বজায় থাকে এর জেরে সেই গেট দিয়ে বহু শ্রমিক প্রবেশ করতেই পারে না।