কারখানার ভেতরে ইঁট বালি সিমেন্ট দেবে কারা,এই নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: রবিবার ৪,এপ্রিল :: কারখানার ভেতরে ইঁট বালি সিমেন্ট দেবে কারা,এই নিয়ে দ্বন্দ্ব তৃণমূলের দুই গোষ্ঠীর। কাঁকসার বিরুডিহা সংলগ্ন একটি বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে তৃণমূলেরই এক গোষ্ঠী সেখানে ইতিমধ্যে ইঁট বালি সিমেন্ট সাপ্লাই দিচ্ছে।

অন্যদিকে স্থানীয় তৃণমূলের অপর এক গোষ্ঠী, তারাও দাবি করে তারাও ওই কারখানায় ইঁট বালি সিমেন্ট সাপ্লাই দেবে। গত কয়েকদিন আগে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

রবিবার সকাল থেকে তৃণমূলের এক গোষ্ঠী তৃণমূলের ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তৃণমূল কর্মীদের বিক্ষোভের জেরে কারখানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের অভিযোগ ইতিমধ্যে ওই কারখানায় তৃণমূলের ওপর এক গোষ্ঠী সেখানে ইঁট বালি সিমেন্ট দিচ্ছে।

কিন্তু বিরুডিহা গ্রামের বেকার যুবকরা কোনো রকম সুযোগ-সুবিধা পাচ্ছে না। তারাও ওই কারখানায় বহুবার বিভিন্ন সামগ্রী সাপ্লাই দেওয়ার কথা জানালেও কারখানা কর্তৃপক্ষ বারবার টালবাহানা করে যাচ্ছে।

তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তারা জানিয়েছেন এই বিষয়ে তারা দলের ঊর্ধ্বতন নেতা-নেত্রীদের জানিয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই যতক্ষণ না এই বিষয়ে তাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো রকম মন্তব্য করতে চাইনি সংবাদমাধ্যমের কাছে।

কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে সাথে নিয়ে দুই পক্ষের সাথে কথা বলে যাতে সমস্যার সমাধান হয় এই বিষয়ে সকলকে থানায় নিয়ে গিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =