নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৭,জুলাই :: শহর বর্ধমানের বীরহাটা পার্বতী মাঠ থেকে কারগিল বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে একটি মশাল মিছিল বের করল ভারতীয় জনতা পার্টি। বিজেপির কর্মী সমর্থকরা এদিন মশাল হাতে রাস্তা দিয়ে এগিয়ে চলে।
ভারতীয় জনতা পার্টির পূর্ব বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা জানান নতুন প্রজন্মের কাছে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হয়েছিল কারগিলে তা কারগিল বিজয় লাভ করেছিল ভারত তা জানানো দরকার আর সেজন্যই প্রতিবছর এভাবেই কোন না কোন কর্মসূচি করে থাকে ভারতীয় জনতা পার্টি। কারগিল যুদ্ধের এক সৈনিক এই মিছিলে অংশ নেয় তাকে সংবর্ধনা দেন অভিজিৎ তা। মিছিলটি কার্জনগেটে শেষ হয়।