কারামন্ত্রীর গড়, রামনগরের সমবায়ের নির্বাচনে ফুটল বিজেপির পদ্ম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: কাঁথি ( পূর্ব মেদিনীপুর) মৎস্যমন্ত্রী অখিল গিরির খাসতালুক রামনগরে সমবায় সমিতির নির্বাচনে বিজেপির কাছে গোহারান হারল তৃণমূল। রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত ঘোল দক্ষিণ শীতলা মিলনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটির নির্বাচনে ৯ টি আসনের মধ্যে ৪ টিতে জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।

বাকি ২ আসনে খাতা খুলেছে তৃণমূল।যার ফলে তৃণমূলকে তাড়িয়ে সমবায়ের ক্ষমতায় এল গেরুয়া শিবির। নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল এলাকায়। বিকেলে ভোট গণনার শেষে দেখা যায় ৯ টি আসনের৭ টি আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা।

বিজেপি-র তরফে দাবি করা হয়েছে, ভোটকে ঘিরে গত কয়েকদিন ধরে এলাকায় সীমাহীন সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। তাদের মহিলা প্রার্থীকে হেনস্থা করা হয়েছে। তার জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fifteen =