সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ১৫,ডিসেম্বর :: -খালি চোখে দেখলে বোঝার উপায় নেই। কিন্তু কাকদ্বীপের পূর্ব বাজারের বাসিন্দা সোহম বেরা মানসিকভাবে ৬০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবক। বর্তমান সোহম স্নাতকের প্রথম বর্ষের ছাত্র। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে ভালবাসেন।
এছাড়াও টিভিতে কার্টুন দেখতেও তিনি খুব পছন্দ করেন। আর সেই কার্টুন চরিত্র তিনি রং তুলির মাধ্যমে খাতাতে ফুটিয়ে তোলেন। এবারে সেই কার্টুন চরিত্র এঁকেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিলেন সোহম।
জানা গিয়েছে, সোহম গত এক মাস আগে দুই ফুট বাই আড়াই ফুটের একটি আর্ট পেপারে ৫৫টি কার্টুনের চরিত্র এঁকে ছিলেন। সেই ছবিগুলি তিনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মনোনীত হওয়ার জন্য পাঠিয়েছিলেন। তাঁর বাড়িতে এসে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের সার্টিফিকেট সহ একটি পদক।
সোহমের মা পাপড়ি বেরা বলেন, “১০ বছর বয়সে সোহম আধো আধো কথা বলতে শিখেছে। কিন্তু খুব ছোটবেলা থেকেই ও ছবি আঁকতে খুব ভালোবাসে। এখনও প্রায় সময় মাঝ রাতে ঘুম থেকে উঠে সোহম ছবি আঁকতে বসে পড়ে। ছবি আঁকার প্রতি তার এই আগ্রহ আজ তাকে সাফল্যের জায়গায় পৌঁছে দিয়েছে।” সোহম জানায়, বড় হয়ে সে শিল্পী হতে চায়।