সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: শনিবার ২৬,এপ্রিল :: খালি ইঞ্জিন উল্টানো টয় ট্রেনের। ঘটনাটি ঘটেছে শুকনা ও রংটং স্টেশনের মাঝে।
ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ইঞ্জিন নিয়ে চালক কার্শিয়াং এর দিকে যাচ্ছিলেন। যাত্রার পথে হঠাৎ লাইন থেকে পড়ে যায় এবং তারপরেই উল্টে যায় টয় ট্রেনের ইঞ্জিন। ঘটনায় হতাহতের কোন খবর নেই।