কালনায় প্রাক্তন পৌরপতিকে ঘিরে বিতর্ক, ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ২১,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার কালনার প্রাক্তন পৌরপতির ফের দাদাগিরি।

ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রিকের পোল পোতাকে কেন্দ্র করে কালনার লালবাগান এলাকায় সরস্বতী পুজো কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালনা পৌরসভার প্রাক্তন পৌরপতি আনন্দ দত্ত।

                                                  কালনা পৌরসভার বর্তমান পৌরপতি রীনা ব্যানার্জি

কালনার বিখ্যাত সরস্বতী পুজো উপলক্ষে হওয়া শোভাযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, ইলেকট্রিকের পোলের তার গুলিকে রাস্তার ধার থেকে সরানোর কাজ চলছিল। সেই উপলক্ষে একটি পোল বসানোকে কেন্দ্র করে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন প্রাক্তন পৌরপতি ।

প্রাক্তন পৌরপতি আনন্দ দত্তের দাবি যে জায়গায় পোল বসানো হচ্ছে জায়গাটি তাদের কয়েকজনের। তাই সেই জায়গায় তিনি পোল বসাতে দেবেন না। যদিও কেন্দ্রীয় কমিটির সদস্যদের দাবি রাস্তা পৌরসভার, উনার কাছে কাগজ দেখতে চাওয়া হলে তিনি কাগজও দেখাতে পারেননি।

আর সেই সময় প্রাক্তন পৌরপতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ বৈরাগ্য কে ধাক্কা দেয়। বাকি সদস্যদের সাথেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিনিধিদের দাবি এই ঘটনা প্রথম নয়,

এর আগেও রাজবাড়ীর মধ্যে সিকিউরিটি কে মারধর করেন তৎকালীন পৌরপতি আনন্দ দত্ত। বাড়ির সামনে ভিখারিদের ভিক্ষা দিতে অস্বীকার করে, তাদের কেও মারধর করেন তিনি।

বারবারই তার বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ। যদিও আজকের এই বিষয়টি নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ প্রসঙ্গে প্রাক্তন কালনা পৌরসভার পৌরপতি আনন্দ দত্তের বাড়ি যাওয়া হলে সেখানে তাকে পাওয়া যায়নি।পরবর্তী সময়ে ফোনে মৌখিক তিনি জানান এটা সরকারি জায়গা নয় আমাদের পাঁচজনের ব্যক্তিগত জায়গা।

আর যারা বলছেন মারধর করা হয়েছে তারা আইনগত ব্যবস্থা নিক। বরং ওরাই আমায় অশ্রাব্য  ভাষায় গালিগালাজ করেছে। এ প্রসঙ্গে কালনা পৌরসভার বর্তমান পৌরপতি রীনা ব্যানার্জি  বলেন কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখনো দেখিনি, যে বিষয়ে জানিনা তা নিয়ে মন্তব্য করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =