একদিকে মৃন্ময়ী মূর্তি, অন্যদিকে জীবন্ত ‘দুর্গা’! নিয়ম মেনে দশমীতে পাশাপাশি দুই ‘দুর্গা’কে রেখে চলল আরাধনা। শুক্রবার পূর্বস্থলী ১ ব্লকের দামোদর পাড়ার অনাথ আশ্রমের এই পুজোয় সামিল হলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

স্বপন দেবনাথ জানান, “মাটির প্রতিমাকে দেবীরূপে যেমন পূজা করা হয়, ঠিক তেমনই আবাসিকদের দেবীমূর্তির পাশে রেখে পুজো করা হয়। কারণ, অনাথ আশ্রমে থাকা ছেলেমেয়েদের মধ্যেই হয়তো কেউ দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ লুকিয়ে রয়েছেন।” তিনি আরও বলেন, “আমার সহযোগীরা মাটির প্রতিমার সামনে যেমন অঞ্জলি দেন, তেমনই এই শিশুদের সামনেও আমরা অঞ্জলি দিই।” অনাথদের এই পুজো একসময় অনাড়ম্বরভাবে কাটলেও বর্তমানে এই পুজোয় উপস্থিত হন পুলিশ প্রশাসনের কর্তারা-সহ সেলিব্রিটিরা।
তথ্যসুত্র :: সংবাদ প্রতিদিন