নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩১,মার্চ :: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল, তেমনি কালনার চকবাজারে প্রচারে এসে চাষীদের দুর্দশা এর কথা তুলে ধরলেন, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নিরব তা।
এদিন প্রচারের পাশাপাশি সমস্ত ক্রেতা বিক্রেতা সকলের সাথেই কথা বলেন বাম প্রার্থী, বাজারে ভিড় না থাকার কারণ স্বরূপ, মানুষের হাতে পয়সা না থাকার বিষয়টিকে তুলে ধরেন তিনি। একই সাথে তিনি বলেন গত ১২-১৩ বছর আগে মানুষের হাতে পয়সা ছিল বাম সরকারের আমলে, এ সরকারের আমলে তা নেই, সেই কারণেই বাজার ফাঁকা।
একই সাথে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তুলনায় কৃষকরা তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না, ফলে কৃষকের আত্মহত্যার প্রবণতা বাড়ছে। জনতা জনার্দন আমাদের আশীর্বাদ করলে আমরা সেই বিষয়গুলি তুলে ধরব সংসদে। তীব্র গরমে প্রচারে এসে এমনই জানালেন বাম প্রার্থী নিরব খা।