নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৭,জানুয়ারি :: বড়সড় উপহার পেল পূর্ব বর্ধমান জেলা। কেন্দ্রীয় সরকারের ঘোষিত তালিকায় এবার পদ্মশ্রী পাচ্ছেন বাংলার ১১ জন কৃতি । যার মধ্যে কালনারই দুই গুণীজন রয়েছেন। আছেন সাঁওতালি সাহিত্যের নক্ষত্র রবিলাল টুডু।
পূর্ব বর্ধমানের কালনা-২ এনবর ব্লকের বাদলার নোয়াড়া গ্রামের সাঁওতালি সাহিত্যিক রবিলাল টুডু। ৭৭ বছর বয়সি রবিলাল টুডু ছাত্রজীবন থেকেই সাহিত্য ও নাটকের সঙ্গে যুক্ত। প্রাথমিক পড়াশোনা স্থানীয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে, পরে বাদলা হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে পিওর সায়েন্সে স্নাতক হন।
কর্মজীবনে প্রথমে এজি বেঙ্গল এবং পরে ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি করে অবসর গ্রহণের পর পুরোপুরি সাহিত্যচর্চায় মন দেন। ১৯৭৭ সালে বিরসা মুন্ডাকে কেন্দ্র করে লেখা তাঁর মৌলিক নাটক ‘বীর বিরসা’ তাঁকে রাজ্যের গণ্ডি পেরিয়ে বাংলা, বিহার ও ওড়িশায় পরিচিতি এনে দেয়।
সাঁওতালি ভাষায় প্রকাশিত তাঁর সাতটি বই রয়েছে। এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে ২২টি পাণ্ডুলিপি। এর আগেও তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার এবং ২০২২ সালে বঙ্গভূষণ সম্মানে ভূষিত হয়েছেন।
রবিলাল টুডু বলেন, ” এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা আমার কাজের স্বীকৃতি হিসেবে বড় প্রাপ্তি।”
একই বছরে শিল্প ও সাহিত্যে কালনার দু’জনের পদ্মশ্রী প্রাপ্তি নিঃসন্দেহে গোটা এলাকার জন্যই এক স্মরণীয় ঘটনা ।

