নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: সোমবার ২০,অক্টোবর :: পূর্ব বর্ধমান জেলার কালনা দু নম্বর ব্লকের বাদলা পঞ্চায়েতে বেআইনিভাবে গাছ কাটা আটকায় গ্রামবাসীরা। গ্রাম পঞ্চায়েত প্রধানের মদতেই গাছ কাটা হয়েছে জানালেন আব্দুল খালেদ গাজী নামে এক ব্যক্তি।তিনটি গাছের জন্য ৮ হাজার টাকা দেয়া হয়েছে বলে দাবি ওই ব্যক্তির। পঞ্চায়েত প্রধানকে এই বিষয় জানতে চাওয়া হলে তিনি জানান গাছ কাটার জন্য কোন পারমিশন দেয়া হয়নি।
এই বিষয়ে বিডিও অফিসে অভিযোগ করা হলে বৈদ্যপুর পুলিশ ফাঁড়ি পুলিশ এসে গাছগুলি বাজেয়াপ্ত করে। পুরো ঘটনার ব্যাপারের প্রধান বাপ্পাদিত্য গোস্বামী ফোনে যোগাযোগ করলে বলেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না, তিনি কাউকে গাছ কাটার জন্য কোন পারমিশন দেননি।