নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ১১,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভুয়ো চক্ষু বিশেষজ্ঞ লাবনী ভৌমিকের নাম সাইনবোডে দেখে এলাকাবাসীরা দেখিয়েছেনও সেই ডাক্তারকে ভরসা করে চোখ। কিন্তু চোখ দেখিয়ে পাওয়ার গন্ডগোল করে দিয়েছেন সেই চিকিৎসক, এমনই ক্যামেরার সামনে অভিযোগ করলেন এলাকাবাসীরা।
এ যাবৎ কালে কালনা মহকুমা হসপিটালে ওই নামের কোন চিকিৎসকই নেই। সোমবার কালনা হসপিটালে সহকারি সুপার গৌতম বিশ্বাস সংবাদ মাধ্যমকে এমনই জানালেন।
কালনা এক নম্বর ব্লকের বাঘনাপাড়া এলাকায় রামকৃষ্ণ মেডিকেল হলে কালনা সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তার লাবনী ভৌমিক সোম এবং শুক্রবার সপ্তাহের দুদিন বসছেন তিনি। এমনই সাইনবোর্ড জ্বলজ্বল করছে ওই দোকানের সামনে।
ওই দোকানের মালিক কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ও স্বীকার করে নেন তিনি কালনা হসপিটালে চিকিৎসক নন । তিনি জানতেন না, আর তাই তিনি এমন পোস্টার লাগিয়েছেন বলে দাবি করেছেন তিনি। তার ভুল হয়ে গেছে বল এ কথা সংবাদমাধ্যমের সামনে স্বীকার করেছেন তিনি।
স্থানীয় এলাকারই বাসিন্দা দেবব্রত মন্ডল তার স্ত্রী মা এবং তিনি তিনজনই এই চিকিৎসকের কাছেই ডাক্তার দেখিয়েছিলেন, তাদের চশমার পাওয়ার চেঞ্জ করে দেয়া হয়। এরপর তারা সেই চশমায় ভালো মতন দেখতে পারছেন না বলেও অভিযোগ করেছেন এদিন তারা।
এ প্রসঙ্গে কালনা মহকুমা হসপিটালের সহকারি সুপার গৌতম বিশ্বাস তিনি জানান এই নামে হসপিটালে কোন চিকিৎসক নেই। যদিও আজ তার বসার কথা থাকলেও ওই ওষুধের দোকানে গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি এদিন সোমবার।
অভিযোগ ওঠা ঐ চিকিৎসককে ফোনে জানতে চাওয়া হলে তিনি ফোনে জানান, তিনি চিকিৎসক নন। তিনি একজন অপটোমেট্রিক lতিনি জানেনই না কে কোথায় কি লিখে রেখেছেন তার নাম। এতে তার কোন দায় নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন লাবনী ভৌমিক।